গুণী অভিনেত্রী পারভিন সুলতানা দিতি বর্তমানে চেন্নাইয়ের মাদ্রাজ ইন্সটিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাট্রোলজিতে চিকিত্সাধীন আছেন। মস্তিস্কের ক্যান্সারে আক্রান্ত তিনি।
এ বিষয়ে দিতির মেয়ে লামিয়া ইত্তেফাককে জানান, আমাদের বা ডাক্তারদের এখন আর কিছু করার নেই। এখন সম্পূর্ণ বিষয়টিই নির্ভর করছে সৃষ্টিকর্তার ওপর। এ অবস্থায় আমরা আপন মানুষের কাছাকাছি থাকতে চাই। তাই খুব শিগগিরই ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছি।’ এছাড়া দিতির এখনকার অবস্থার একটি ছবি ফেসবুকে পোস্ট দেন এবং সেখানে লেখেন, ‘মা তার চুলগুলো এভাবেই ব্যাগে সংগ্রহ করছেন। যা দেখে আমরা ও ডাক্তাররা বিস্মিত। এই কাজটি তিনি অবচেতন মনেই করছেন। ডাক্তাররা এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন। এটি তার জন্য ক্ষতির কারণ হতে পারে।’