ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় মঞ্চায়ন হবে সুবচন নাট্য সংসদ প্রযোজিত নাটক ‘মহাজনের নাও’। দলটির নেতৃত্ব দিচ্ছেন আহাম্মদ গিয়াস। আগরতলার কমলপুরে দুর্বার নাট্য গোষ্ঠি আয়োজিত ‘বিমল সিংহ আন্তর্জাতিক স্মৃতি নাট্যোত্সব’-এ আগামী ১০ জানুয়ারি নাটকটি মঞ্চায়িত হবে। এছাড়া ১১ জানুয়ারি আগরতলায় নাটকটির আরও একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আগরতলায় ২টি প্রদর্শনী শেষে সুবচন ১২ জানুয়ারি ঢাকায় ফিরবে।