সমাপ্তি ঘটলো বিপাশার ‘বিয়ে’ নিয়ে চিত্রনাট্যের। বাঙালি রীতিতে করণের সাথে বিয়ের আনুষ্ঠিকতা শুরু হলো বিপাশা বসুর। পুরোপুরি ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠান হচ্ছে তাদের। গায়ে হলুদ আয়োজন দিয়ে শুরু হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। হলুদের সেই ছবিও পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামে। বলিউডে এখন পরবর্তী বিয়ের অপেক্ষা দাবাং তারকা সালমানের।