g বিনোদন রিপোর্ট
নিজের ডিজে পরিচয়ের বাইরে মিডিয়াতে এখন অনুষ্ঠান নির্মাতা হিসেবেই পরিচয় দিতে ভালোবাসেন তানভীর তন্ময়। নিজের কাজের প্রতি বাড়তি প্রেমই এই পরিচয় বদলে উত্সাহী করেছে তাকে। তবে ছাড়েননি কোনোটাই। এদেশের সফল ডিজে হিসেবে যেমন দেশ-বিদেশ মাতিয়ে বেড়াচ্ছেন তেমনি অনুষ্ঠান নির্মাণে প্রতিনিয়ত নতুন কিছু দেখানোর আকাঙ্ক্ষা তার।
এশিয়ান টিভিতে মিডিয়া ডায়লগ, স্টার অব দ্য ওয়ার্ল্ড, মিউজিক্যাল মুভিসহ বিভিন্ন ধরনের লাইভ ইভেন্ট পরিচালনা করছেন তিনি। ডিজে থেকে একেবারেই ভিন্ন মাধ্যমের এই সাফল্য প্রসঙ্গে তানভীর তন্ময় বলেন, ‘আমি মনে করি যেকোনো অনুষ্ঠানের ক্ষেত্রে সবচেয়ে জরুরি তার আধুনিক উপস্থাপন। আমি অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে এই বিষয়টিতেই সবচেয়ে বেশি জোর দিয়ে থাকি এবং সেক্ষেত্রে দর্শকদের যে রেসপন্স পেয়েছি তা উত্সাহ দিয়েছে আমাকে। মিডিয়া ডায়লগে সমসাময়িক এমনকিছু বিষয় নিয়ে আলাপ হয়েছে, যা নিয়ে পরবর্তীতে অন্য নিউজ পোর্টালে ফলোআপ খবর প্রকাশ পেয়েছে। এছাড়া মিউজিক্যাল মুভিতে সাম্প্রতিক গানের ভিডিও নিয়ে আলোচনা হয়। ছোটপর্দার রেগুলার অনুষ্ঠানগুলো মূলত সময়কে ধরার একটা চেষ্টা মাত্র।’
তবে কি ক্রিয়েটিভিটি একেবারেই থাকে না ছোটপর্দার টিভি অনুষ্ঠানে? এমন প্রশ্নে তন্ময় বলেন, ‘দেখুন, আমরা আসলে বাজেট বন্দি সৃজনশীলতা দেখাতে পারি। তাই এদেশের প্রত্যেক অনুষ্ঠান প্রযোজকদের সেই ধরা বাঁধা বাজেটের ভেতরেই সৃজনশীলতা দেখাতে হয়। এছাড়া সামগ্রিক প্রতিযোগিতা তো রয়েছেই। ধরা যাক, কোনো অনুষ্ঠান আগামী মাসেই শুরু করতে হবে, কিন্তু ইচ্ছে অনুযায়ী ব্র্যান্ডিং হচ্ছে না, অথচ সময়টাকে ধরা প্রয়োজন, তখন সেই সামর্থ্য অনুযায়ী নান্দনিকতা আনা কিন্তু খুবই কঠিন কাজ। আমরা সেই নান্দনিকতারই প্রতিযোগিতা করি প্রতিনিয়ত। আমার মনে হয়, এর সাথে সকল প্রযোজকই একমত হবেন।’ এরপরও নিজের সৃজনশীলতার ক্ষেত্রে এশিয়ান টিভি কর্তৃপক্ষের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার কথায়, ‘একজন ডিজে ক্যারিয়ার থেকে এই মাধ্যমে কাজের সুযোগ এবং কাজ দেখানোর গ্রাউন্ড তৈরি করতে দেওয়াটাও আমি মনে করি অনেক বড় ব্যাপার। এশিয়ান টিভি সেই খোলা জায়গাটি দিয়েছে আমাকে।’