এনটিভিতে আজ রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘তাহার নাম শকুন্তলা’। আকিদুল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, রিচি সোলায়মান, পুতুল, রূপন্তি প্রমুখ। উচ্চাভিলাসী রুবিনা স্কুল শিক্ষক স্বামী হাফিজকে ছেড়ে কানাডা পাড়ি দেয়। সে যখন কানাডা যায় তখন প্রেগন্যান্ট ছিল। জন্ম নেয় একটি কন্যা সন্তান। মেয়েটির নাম রাখা হয় শকুন্তলা। মেয়েটি বাবা সম্পর্কে কিছুই জানে না। যতবার সে তার মায়ের কাছে বাবা সম্পর্কে জানতে চেয়েছে ততোবারই মা জবাব দিয়েছে, তাদের সেপারেশনের পর আর তাদের কোনো যোগাযোগ নেই। তার বাবা কোথায় আছে, কীভাবে আছে, বেঁচে আছে কি-না কিছুই জানে না সে। শকুন্তলার বয়স যখন ১৮ বছর তখন সে তার মায়ের সঙ্গে বাংলাদেশে আসে বাবার খোঁজে। বাবাকে খুঁজে পায় সে।