চলতি সময়ে ‘এতো প্রেম এতো মায়া’ শিরোনামের একটি চলচ্চিত্র নিয়ে ঢাকার বাইরে ব্যস্ত আছেন তরুণ অভিনেত্রী পিয়া বিপাশা। ঢাকায় ফিরে নতুন আরো একটি চলচ্চিত্রের শুটিং করবেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি ঈদের কয়েকটি নাটকেও অভিনয় করছেন তিনি। আসন্ন কোরবানির ঈদে প্রায় ৯ থেকে ১০টি নাটক ও টেলিফিল্ম প্রচার হবে পিয়ার। তবে দুই পর্দাতেই সমান ব্যস্ততার মাঝে ক্যারিয়ার ফোকাস নিয়ে কী ভাবছেন তিনি? এ প্রসঙ্গে পিয়া বলেন, ‘সারাবছর আমি নাটকে অভিনয় করি না। বিশেষ দিবস উপলক্ষে নাটক ও টেলিফিল্মে অভিনয় করা হয়। আমি মূলত চলচ্চিত্র নিয়েই ব্যস্ত থাকতে চাই। আমার ক্যারিয়ারের ফোকাস বড়পর্দা। চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।’
পিয়ার হাতে এখনো বেশকিছু ছবি রয়েছে। ধারাবাহিকভাবে ছবিগুলোর কাজ শেষ করবেন বলে জানান তিনি।