g বিনোদন রিপোর্ট
দীর্ঘদিনের ক্যারিয়ারে এখন একাধিক চ্যানেলের নির্ভরতার নাম হাসান জাহাঙ্গীর। বিভিন্ন টিভি চ্যানেলে ‘টিআরপি’ নামের যে জনপ্রিয়তা নির্ণয়ক রয়েছে তাতে সবসময়ই এগিয়ে তার নাটক। বর্তমানে হাসান জাহাঙ্গীরের সিরিয়াল ‘চাপাবাজ’ জনপ্রিয়তার অঙ্কে অনেককে ছাড়িয়ে। এছাড়া আরও ৫টি সিরিয়ালের কাজ করছেন তিনি। বর্তমান সময়ের টিভি নাটকের প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, ‘এখন দর্শকদের কাছে বিনোদনের অগণিত মাধ্যম। তাই তাদেরকে টিভিপর্দায় মোহিত করে বিনোদন দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য। আমি সবসময় সেই হাস্যরসের ভেতরে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করি। কারণ সামাজিকভাবেও আমি একজন নির্মাতা ও নাট্যকর্মী হিসেবে দায়বদ্ধ। আমার কাছে মনে হয়, আগামীতে নাটকের বাজার আরও প্রসারিত হবে। কারণ এখন শুধু টিভি স্ক্রিনেই নাটকের বাণিজ্য হয় না, ইউটিউব থেকে শুরু করে নানা ডিজিটাল মাধ্যমে নাটকের বিপণন হচ্ছে। তাই বাজেটটাও এখন নির্মাতাদের হাতের নাগালে চলে আসবে।’
উল্লেখ্য, বর্তমান সময়ে চিত্রনায়িকা পপি, বাঁধন, অ্যানি থেকে শুরু করে একাধিক নাট্য তারকাকে নিয়ে বেশকিছু নাটকের কাজ করছেন তিনি।