g বিনোদন রিপোর্ট
মোশাররফ করিমের বর্তমান ব্যস্ততা ধারাবাহিক নাটক নিয়েই। এর ধারাবাহিকতায় নতুন আরেকটি নাটকে অভিনয় করছেন তিনি। নাটকের নাম ‘সিনেমা হল’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার।
সিনেমা হল নামটি শুনলেই অনেকগুলো চরিত্র চোখের সামনে ভেসে ওঠে। লাইটম্যান, গেটম্যান, টিকেট বিক্রেতা, ম্যানেজার, সুপারভাইজার, মেশিনম্যান, হলের মালিক ও তাদের পরিবার পরিজন, হলের সামনের সাইকেল স্ট্যান্ড, দোকানদার, বাদামওয়ালা এমনকি কালোবাজারিসহ নানা পেশার নানা শ্রেণির মানুষ। এসব মানুষের চরিত্রগুলোকে নিয়েই তৈরি হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘সিনেমা হল’। সিনেমা হল নাটকের গল্পটি বর্তমান সময়ের হলেও নাটকে বারবার ফিরে যাওয়া হয়েছে সত্তর দশক অথবা আশির দশকে যখন সিনেমা হলের ভালো সময় ছিল, সুপারহিট ছবির রমরমা ব্যবসা ছিল। তখন সিনেমা হলের কর্মচারীদের মনে সুখ ছিল, শান্তি ছিল, সমৃদ্ধি ছিল। কালক্রমে সেই সিনেমা হল বাংলাদেশের অন্যান্য সিনেমা হলগুলোর মতো বিবর্ণ হয়েছে, রুগ্ন হয়ে উঠেছে। সিনেমা হলে দর্শক নেই, সুপারহিট ছবি নেই, অসংখ্য সঙ্কট আর সমস্যা যেন ঘিরে ধরেছে। নাটকটিতে মোশাররফ ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আবুল হায়াত, ফারুক আহম্মেদ, চিত্রনায়ক ইমন, শর্মিলী আহম্মেদ, নাদিয়া নদী প্রমুখ।