g বিনোদন ডেস্ক
বলিউড ছেড়ে গতবছর হলিউডে পাড়ি জমিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে হলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করে ফেলেছেন প্রিয়াঙ্কা। আমেরিকান টিভি সিরিজ কোয়েন্টিকো দিয়ে পশ্চিমা দেশে পরিচিতি আনলেও হলিউডি ছবি ‘বেওয়াচ’ যেন তার পরিচিতিকে আরও জোরালো করে। আর এখন প্রিয়াঙ্কার প্রস্তুতি চলছে ‘কোয়েন্টিকো থ্রি’ সিজনে কাজের জন্য। বরাবরের মতো এবারও সিরিজটির শুটিং হচ্ছে না আমেরিকায়। সেকারণে ইতালিতে অবস্থান নিয়েছেন তিনি। প্রিয়াঙ্কা বর্তমানে ইতালিতে অবস্থান করলেও কোয়েন্টিকোর শুটিং শুরু হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন টিভি সিরিজটির কর্তৃপক্ষ। তাই এই সময়টাতে ঘুরে সময় পার করছেন তিনি। এবার প্রথম নয়, এর আগেও ইতালির সৌন্দর্য দেখেছেন প্রিয়াঙ্কা। সুযোগ পেয়ে যেন আবার তা ঝালাই করে নিচ্ছেন তিনি। তাইতো মজা করে বলেই ফেললেন ট্যুরিস্ট গাইড হবেন তিনি। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর ছবিও শেয়ার করতে ভুলছেন না প্রিয়াঙ্কা।