দেশসেরা সফল তারকাদের বিভিন্ন সময়ের তোলা ছবি নিয়ে ফটোগ্রাফার তুহিন হোসেন ধানমন্ডির দৃক গ্যালারীতে দুইদিনের একক প্রদর্শনী করেন। শুক্রবার সন্ধ্যায় এই প্রদশর্নী উদ্বোধনের সময় উপস্থিত হন মাহফুজ আহমেদ, অপি করিম, ফারজানা চুমকী, লারা লোটাস, আইরিন, মডেল অভিনেত্রী অপ্সরা, পরিচালক চয়নিকা চৌধুরীসহ অনেক তারকা। শনিবার এই প্রদর্শনী শেষ হয়। তুহিন হোসেন বলেন, ‘এটা একটা স্বপ্ন ছিল যে তারকাদের ছবি নিয়ে একটা গ্ল্যামার চিত্র প্রদশর্নী করব। আজ এটা সত্যি হয়েছে তাই বেশ ভালো লাগছে। যারা প্রদশর্নীতে উপস্থিত ছিলেন সকলকে ধন্যবাদ জানাতে চাই। বিভিন্ন সময়ের ফটোশুটের ছবি থেকে বাছাই করে আমি ৭৫টি ছবি প্রদশর্নীর জন্য নির্বাচিত করেছি।’