
সোমবার, ১২ নভেম্বর ২০১৮, ২৮ কার্তিক ১৪২৫, ৩ রবিউল আউয়াল ১৪৪০
রূপকথার গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশের প্রথম ভিএফএক্স ও থ্রিডি গ্রাফিক্স নির্ভর মেগা ফ্যান্টাসি ধারাবাহিক ‘মায়া মসনদ’। নাটকটি প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে প্রচার হচ্ছে। তারকাবহুল এই নাটকটি পরিচালনা করেছেন এসএম সালাহ উদ্দীন। নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অরিন্দম গুহ। পর্ব পরিচালনা করছেন আতিকুর রহমান বেলাল ও দৃশ্য পরিচালনা করছেন মাকসুদুল হক ইমু। এছাড়া ভিএফএক্স সুপারভাইজার হিসেবে আছেন তানিম শাহরিয়ার।
ফজর | ৪:৫৩ |
যোহর | ১১:৪৩ |
আসর | ৩:৩৯ |
মাগরিব | ৫:১৭ |
এশা | ৬:৩২ |
পড়ুন |