গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্বোধন করা হয় ‘ফায়ারফক্স অ্যাপচ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতা। এটি যৌথভাবে আয়োজন করছে গ্রামীণফোন, মজিলা ও এমসিসি লি.। সংবাদ সম্মেলনে জানানো হয়, যেকোনো অ্যাপ নির্মাতা কিংবা প্রতিষ্ঠান ফায়ারফক্স প্ল্যাটফর্মে অ্যাপ্লিকেশন জমা দিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এর জন্য www.firefoxappchallenge.com ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিযোগিতা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ১০০ জনকে ফায়ারফক্স ওএস-এর ওপর দুই দিনের প্রশিক্ষণ দেবে মজিলা ফাউন্ডেশন ও এমসিসি। সার্ভিসেস (সোশ্যাল, পাবলিক, গভর্নমেন্ট), এন্টারটেইনমেন্ট, গেমস, নিউজ অ্যান্ড মিডিয়া এবং টুলস অ্যান্ড ইউটিলিটি—এই পাঁচ ক্যাটাগরিতে অ্যাপ জমা দেওয়া যাবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের এক্সটার্নাল কমিউনিকেশন্সের উপ-পরিচালক তালাত কামাল ও এমসিসির উপ-পরিচালক জাকি হায়দার।