লিটমি এন্টারপ্রাইজ বাজারে এনেছে আস্ক প্রক্সিমা ব্র্যান্ডের মাল্টিমিডিয়া প্রজেক্টর। সি৩২৫৫, সি৩২৫৭ এবং সি৩৩০৭—এই তিনটি প্রজেক্টর রয়েছে লিটমিতে। মডেলভেদে এসব প্রজেক্টর এক্সজিএ রেজ্যুলেশন, ২৭০০ থেকে ৩১০০ এএনএসআই লুমেন্স ও ২০০০:১ থেকে ৪০০০:১ কন্ট্রাস্ট রেশিও সমর্থন করে এবং এগুলোর ল্যাম্প লাইফ ৪ হাজার থেকে ৬ হাজার ঘণ্টা। ফোন :০১৮১৯২২০৬৫৪।