থাইল্যান্ডের বাজারে বাংলাদেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার সম্প্রসারণে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) বিজনেস টু বিজনেস (বিটুবি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এশিয়ান ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) ৪০তম কাউন্সিল মিটিং এবং অ্যাসোসিও প্ল্যানারি মিটিং ২০১৫ উপলক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়। বাংলাদেশের পক্ষে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রতিনিধিদলের নেতৃত্বে দেন। প্রতিনিধি দলে আরও ছিলেন বেসিসের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও অ্যাসোসিওর সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, নির্বাহী পরিচালক সামি আহমেদ প্রমুখ। বৈঠক প্রসঙ্গে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সেখানকার সায়েন্স ও সফটওয়্যার পার্কে বাংলাদেশি কোম্পানিকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানের প্রস্তাবনা দিয়েছি। বিপরীতে কালিয়াকৈর হাইটেক পার্কে তাদের সমান সুযোগ-সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। আশা করছি এই বৈঠকের মাধ্যমে দ্রুতই থাইল্যান্ডের বাজারে আমাদের দেশি কোম্পানির ব্যবসায়ের সুযোগ বাড়বে।’