অরা গ্রুপ তাদের নতুন ওয়েবসাইট এবং অনলাইন শপিং সুবিধা চালু করেছে। গতকাল প্রধান অতিথি হিসেবে নতুন এই ওয়েবসাইট ও অনলাইন শপিং সেবার উদ্বোধন করেন জাপানি কোম্পানি শার্প করপোরেশনের এশিয়া রিজিয়নের বিজনেস সেবা পণ্য বিভাগের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণণ) সারওকা ইয়াশুশি। অনুষ্ঠানে অরা গ্রুপের চেয়ারম্যান মোশাররফ হোসেন, পরিচালক আনিসুর রহমান খান ছাড়াও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে অরা গ্রুপের চেয়ারম্যান নতুন উদ্যোগটিকে বাংলাদেশে ই-কমার্সের অগ্রগতির ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে আখ্যায়িত করেন। আর্ন্তজাতিক পণ্য বিপনণে অরা গ্রুপ ডটকম ডটবিডি একটি গ্লোবাল মার্কেটপ্লেস হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সমাপনী বক্তব্যে আনিসুর রহমান খান জানান, ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, ভিসা কার্ড ও মাস্টারকার্ডের মাধ্যকে মূল্য পরিশোধের সুবিধা রয়েছে অরার অনলাইন শপিংয়ে। এখানকার পণ্য দেশের যেকোনো প্রান্তে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও প্রদান করেন তিনি।