কম্পিউটারে আমরা যে অপারেটিং সিস্টেম ব্যবহার করি তাতে বিভিন্ন ড্রাইভে বিভিন্ন ফোল্ডার তৈরি করি। এই ফোল্ডারের কালার সাধারণত একই রকমের হয়ে থাকে। চাইলে এই ফোল্ডারের কালার আলাদা আলাদা করে সাজিয়ে নিতে পারি। এজন্য রয়েছে বিভিন্ন অ্যাপ। অনলাইনে খুঁজলে এমন অনেক অ্যাপ পাওয়া যাবে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য অ্যাপ হলো- Folder Colorizer। অ্যাপটি ডাউনলোড করতে পারবেন goo.gl/EgSiqL এই লিংক থেকে।