বিশেষ অভিযান চালিয়ে র্যাব বাঘের চামড়াসহ দুইজনকে আটক করেছে। গতকাল র্যাব-৮ বরিশাল কার্যালয়ের সহ-অধিনায়ক মেজর আদনান সাংবাদিকদের একথা জানান। আটককৃতরা হলেন- আব্দুল জলিল গাজী (৫০) ও মো. আশরাফ ফকির (৫৫)।
মেজর আদনান জানান, জলিলের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার ফতেপুর গ্রামে ও আশরাফ ফকিরের বাড়ি রাজধানীর উত্তরায়। মঙ্গলবার তাদের খুলনা থেকে আটক করা হয়। বাঘের চামড়া বিদেশে পাচার করার জন্য মজুদ করেছে এমন সংবাদ পেয়ে তারা অভিযান চালান খুলনার কাস্টমস রোডের আব্দুল আলীমের বাড়িতে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পলানোর সময় তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় একটি বাঘের চামড়া। মেজর আদনান আরো জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন দেশের বাইরে বাঘ ও অন্যান্য পশুর চামড়া পাচারের সাথে দীর্ঘদিন ধরে জড়িত তারা। উদ্ধার হওয়া বাঘটির লেজসহ দৈর্ঘ্য ৬ ফুট ৫ ইঞ্চি। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।