শিশুদের জন্য মায়ের কোলই সবচেয়ে বেশি নিরাপদ। আর অসুস্থ শিশুদের জন্য মায়ের কোলের পরে যে জায়গাটিকে নিরাপদ মনে করা হয় সেটি হলো হাসপাতাল। তবে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রেই (আইসিইউ) কিনা নবজাতকের মৃত্যু হলো ইঁদুরের কামড়ে। শিশুটির পরিবারের লোকজনের অভিযোগ, অন্ধ্র প্রদেশের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো তাকে। আঙ্গুলে ইঁদুরে কামড়ালে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ইঁদুরের কামড়ে নয় বরং মূত্রনালির সংক্রমণের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রথমবার শিশুটিকে ইঁদুরে কামড়ানোর পর তার পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলে তারা আইসিইউতে ইঁদুর ধরার ফাঁদ পাতে। পরের দিনও শিশুটিকে ইঁদুরে কামড়েছে বলে অভিযোগ করে শিশুটির পরিবার। অন্ধ্র প্রদেশের স্বাস্থ্য মন্ত্রী বিষয়টির সুষ্ঠু তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।-এনডিটিভিত্