চট্টগ্রাম সিটি করপোরেশনের বায়নাকৃত একটি জমিতে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড টানাতে গিয়ে ককটেল হামলা ও পাথর নিক্ষেপের শিকার হয়েছেন ম্যাজিস্ট্রেট ও ভূমি বিভাগের কর্মকর্তারা। গতকাল বুধবার দুপুরে নগরীর খুলশী থানার মুরগী ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।
খুলশী থানার ওসি মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে ইত্তেফাককে বলেন, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল দুপুরে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন ও কর্মকর্তারা সেই জমিতে সাইনবোর্ড টানাতে গিয়েছিলেন। এ সময় দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়।