উজিরপুরের জল্লা ইউনিয়নের পীরেরপাড় গ্রামের একটি বাগান থেকে গতকাল সকালে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। একইদিন হামলায় আহত হয়ে শেবাচিম হাসপাতালে চিকিত্সাধীন ঝালকাঠির আরেক কলেজ ছাত্র মারা গেছে।
জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার সকালে ঝালকাঠির রাজাপুরের বরইয়া গ্রামের আমজাদ আলী হাওলাদারের পুত্র ও বরইয়া কলেজের ডিগ্রি প্রথমবর্ষের ছাত্র সোহেল রানাকে (২৪) কুপিয়ে আহত করে প্রতিপক্ষের শুভ, মাহাবুব, লিটন, মিল্টনসহ তাদের সহযোগীরা। স্বজনরা সোহেলকে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একইদিন সকালে উজিরপুরের পীরেরপাড় গ্রামের প্রিয়লাল সমদ্দারের পুত্র ও জল্লা শহীদ স্মরণিকা কলেজের একাদশ শ্রেণির ছাত্র পলাশ সমদ্দারের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের ভাই পরেশ সমদ্দার জানান, মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী এক বাড়িতে গিয়ে টেলিভিশন দেখার জন্য ঘর থেকে বের হয়ে পলাশ নিখোঁজ হয়। গতকাল সকালে বাড়ির পাশের একটি বাগানে তার লাশ পাওয়া যায়। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।