বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে চার দিনব্যাপী সুলতান উত্সব শুরু হয়েছে। গতকাল দুপুরে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে উত্সবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ। এ সময় ছবি আঁকার মধ্য দিয়ে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। পরে চিত্রপ্রদর্শনী উদ্বোধন করা হয়।
অনুুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সুবাস চন্দ্র বোস, অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, অধ্যক্ষ অশোক কুমার শীল, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ডু প্রমুখ।
জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন ও এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, প্রাণ আপ, শরীফ ফাউন্ডেশন, ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও ওয়ান ব্যাংক লিমিটেডের সহযোগিতায় এ উত্সব অনুষ্ঠিত হচ্ছে। এ উত্সবে থাকছে বাংলাদেশ, জার্মান ও ভারতের বিশ্ববিদ্যালয় ও কলেজের চারুকলা বিভাগের শিক্ষক-ছাত্রদের নিয়ে আর্ট ক্যাম্প, চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, চিত্রা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা।