জন্মদিনের কেকে সাধারণত একটি দুটি মোমবাতি জ্বালানো হয়। তবে এবার ভারতের এক আধ্যাত্মিক গুরুর জন্মবাষির্কীর কেকে রীতিমতো মোমবাতির মশাল জ্বালানো হয়েছে। এক কেকের উপর বসানো হয়েছিল ৭২ হাজার ৫৮৫টি মোমবাতি। কেকের উপর এতোগুলো মোমবাতি বসিয়েও ক্ষান্ত হননি আয়োজকরা। সবগুলো মোমবাতি জ্বালানো হয়। এতোগুলো মোমবাতি জ্বালানোর জন্য ব্যবহার করা হয়েছিল ৬০টি বিশেষ ধরনের ব্লোটর্চ। মোমবাতিগুলো এক সাথে জ্বালানোর পর চল্লিশ সেকেন্ড ধরে জ্বলতে দেয়া হয়। সাধারণ জন্মদিনের কেক যেমন ফুঁ দিয়ে নেভানো হয় এক্ষেত্রে তেমনটা করা হয়নি। সবগুলো মোমবাতি একসঙ্গে নিভিয়ে ফেলতে ব্যবহার করা হয় কার্বন-ডাই-অক্সাইড সমৃদ্ধ অগ্নি নির্বাপক যন্ত্র। চিন্ময় ঘোষ নামের ঐ ভারতীয় আধ্যাত্মিক নেতা ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এবছর ছিল তার ৮৫তম জন্মবার্ষিকী। আশি ফুট লম্বা আর দুই ফুট চওড়া কেকটি তৈরিতে অংশ নিয়েছিলেন শতাধিক স্বেচ্ছাসেবী। এর আগে এক কেকে ৫০ হাজার ১৫১টি মোমবাতি জ্বালিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিল ক্যালিফোর্নিয়ার একটি দল।-এনডিটিভি