নারায়ণগঞ্জে নেয়ার পথে সাভার এলাকায় চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে পুলিশ হেফাজত থেকে পালিয়েছে এক হত্যা মামলার আসামি। ওই আসামির নাম শামীম। তার বাড়ি নাটোর সদর উপজেলায়। গত মঙ্গলবার রাতে ঢাকা আরিচা মহাসড়কে সাভারের বলিয়ারপুর এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে থেকে পালিয়ে যায় ওই আসামি।
সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির এসআই বাছেদ জানান, গত মঙ্গলবার রাতে হানিফ পরিবহনের একটি বাসে নাটোর থেকে শামীমকে নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিল। বাসটি ওই ফিলিং স্টেশনের সামনে জ্যামে আটকা পড়লে পুলিশের হেফাজত থেকে আসামি শামীম গাড়ির জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। এসময় সে হাতে হাতকড়া পরিহিত অবস্থায় ছিল। ওই আসামির সাথে একজন এএসআই ও তিনজন কনস্টেবল দায়িত্বরত অবস্থায় ছিল।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ওসি কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শামীম ফতুল্লা থানার ২০১৪ সালের একটি হত্যা মামলার আসামি। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। তাকে গ্রেফতারের জন্য আদালত থেকে তার স্থায়ী নিবাস নাটোরে গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়। সেই অনুযায়ী নাটোরের পুলিশ তাকে গ্রেফতার করে।
সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, পুলিশ শামীমকে গ্রেফতারে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।