রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
এ সমাবর্তনে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর এবং এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীগণ অংশগ্রহণ করতে পারবেন। সমাবর্তনে নিবন্ধনের সময়সীমা ১০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।