খাবার বিল ফাঁকি দিতে বোমাতঙ্ক...
ধূর্ত প্রকৃতির লোকরা সব সময়ই চেষ্টা করে মানুষকে বোকা বানাতে। বেশিরভাগ মানুষই এই কাজে সফল হলেও কেউ কেউ ঠিকই চালাকি করতে গিয়ে ফেঁসে যান। এই যেমন এবার যুক্তরাষ্ট্রের পিটসবার্গের এক ব্যক্তি রেস্টুরেন্টে খাওয়ার বিল ফাঁকি দিতে বোমাতঙ্ক ছড়িয়ে নিজেই বিপদে পড়েছেন। উদ্দেশ্য ছিল বোমাতঙ্কের মধ্যে লোকজন যখন এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করবে সেই ফাঁকে তিনি সটকে পড়বেন। বোমাতঙ্কের নাটকটিকে মঞ্চস্থ করতে তিনি পুলিশে ফোন দেন। পুলিশ আসার আগেই কেটে পড়ার সময় দুর্ভাগ্যক্রমে ধরা পড়ে যান রেস্টুরেন্ট কর্তৃপক্ষের হাতে। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। নিজের কৃতকর্মের কথা পুলিশের কাছে স্বীকারও করে নেন ৪০ বছর বয়সী বেরি ক্লাপারটন। পুলিশ তাকে আটক করার পর অন্য এক ভদ্রলোক তার খাবারের বিল পরিশোধ করে দেন। ঐ ব্যক্তির বিরুদ্ধে নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগ এনেছে পুলিশ।-এপি