পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্ত এলাকায় মাজম আলী (৪০) নামের এক গরু ব্যবসায়ীকে নির্যাতনের পর হত্যার অভিযোগে পঞ্চগড়ের একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বিজিবি বিওপির ক্যাম্প কমান্ডার লুত্ফর রহমানসহ টহলরত বিজিবির ৮ সদস্যকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে মাজম আলীর স্ত্রী মোমেনা খাতুন বাদী হয়ে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী লেলিন জানান, আদালতের বিচারক তারিকুল কবীর দায়েরকৃত ইউডি মামলার কপি, সুরতহাল ও ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আগামী ৫ নভেম্বর তারিখে মামলাটি আমলে নিয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।