
সোমবার, ০৪ জুন ২০১৮, ২১ জ্যৈষ্ঠ ১৪২৫, ১৮ রমজান ১৪৩৯
জেলার সদর উপজেলার ডাক্তার বাজারে সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় অজ্ঞাত (৩৫) একযাত্রী নিহত ও চালকসহ অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার সকাল ছয়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অটোরিকশাটিতে আগুন ধরে যায়।
আহতদের মধ্যে চালক কবির হোসেন (৪০), যাত্রী মোঃ রাকিব (২২) ও আকবর হোসেনকে (৪০) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার মধ্যে গুরুতর আহত মোঃ রাকিবকে গতকাল দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিত্সক (ইএমও) শামীম রেজা জানান, গুরুতর আহত রাকিবের শরীরের প্রায় ৭৩ শতাংশ পুড়ে গেছে। সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় জানার জন্য চেষ্টা চলছে।
ফজর | ৩:৪৪ |
যোহর | ১১:৫৭ |
আসর | ৪:৩৭ |
মাগরিব | ৬:৪৬ |
এশা | ৮:০৯ |
পড়ুন |