
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফকে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি)। গতকাল শুক্রবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজকে গ্রেপ্তার করা হয়। তিনি পাকিস্তান মুসলিম লীগের ( পিএমএল-এন) প্রেসিডেন্ট এবং বিরোধী দলীয় নেতা। আজ শনিবার রিমান্ডের জন্য আদালতে নেওয়া হবে শাহবাজ শরিফকে। সমপ্রতি নওয়াজ শরিফ, তার মেয়ে ও জামাতাকে মুক্তি দেওয়া হয়। খবর ডনের
গতকাল শাহবাজ শরিফকে তার লাহোর অফিস থেকে গ্রেপ্তার করে এনএবি। আশিয়ানা-ই-ইকবাল হাউজিং কোম্পানিতে অর্থ কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১৪ বিলিয়ন বা এক হাজার ৪শ’ কোটি রূপি কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এনএবি এক বিবৃতিতে জানিয়েছে, আদালতে তোলার পূর্ব পর্যন্ত শাহবাজকে সংস্থাটির লাহোর অফিসে কঠোর নিরাপত্তায় রাখা হবে। এনএবি প্রসিকিউটর ওয়ারিস আলী জানিয়েছেন, কঠোর নিরাপত্তার মধ্যে আজ শাহবাজকে আদালতে তোলা হবে। তাকে ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে। পিএমএল-এন শাহবাজকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে। দলটির সমর্থকরা গতকাল বিক্ষোভও করেছে। তবে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। এনএবি আইনগতভাবেই শাহবাজকে গ্রেপ্তার করেছে। আগের সরকারের আমলেই এই অভিযোগ উঠেছিল।
ফজর | ৪:৩৬ |
যোহর | ১১:৪৭ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪৫ |
এশা | ৬:৫৬ |
পড়ুন |