ইসরাইলে দুর্নীতির অভিযোগে ফের জিজ্ঞাসাবাদ করা হলো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। গতকাল শুক্রবার ১২তম বারের মতো নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী পুলিশ। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত হচ্ছে। খবর রয়টার্সের
প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তার জেরুজালেমের বাসভবনে কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আর্মি রেডিও এবং কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, দু’টি মামলায় নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই পুলিশ দুটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের ইঙ্গিত দিয়েছে। একটা মামলায় নেতানিয়াহু এবং তার পরিবার উপহারের বিনিময়ে সুবিধা দিয়েছিলেন। আরেকটি মামলা যেখানে নেতানিয়াহু বহুল প্রচারিত পত্রিকা জেদিওথ আহরোনোথে ভাল কাভারাজে পাওয়ার আশায় আলোচনা করেছিলেন। এর বিনিময়ে বিরোধী পত্রিকা হেয়মের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছিলেন তিনি। নেতানিয়াহু এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন অ্যাটর্নি জেনারেল।