প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০১০ইং সালের ২১শে এপ্রিল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই প্রেক্ষিতে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত শিক্ষক নিয়োগ তালিকা প্রকাশ করে ২০১২ইং সালের ৯ এপ্রিল। তালিকা হতে উপজেলায় শূন্যপদ সাপেক্ষে কিছু সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হয় এবং অবশিষ্ট শিক্ষকদের প্যানেলে রাখা হয়। নিয়োগ বিজ্ঞপ্তির ৩ নং ক্রমিকে উল্লেখ ছিল উপজেলা ভিত্তিক মেধাক্রম অনুযায়ী শিক্ষক নিয়োগ দিতে হবে। কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধাক্রম অনুসরণ করা হয়নি। ফলে শিক্ষক তালিকায় শীর্ষে থেকেও শিক্ষক নিয়োগ লাভ থেকে বঞ্চিত হন অনেকে। প্রায় তিন বছর অতিবাহিত হলেও প্যানেল শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে কোন অগ্রগতি নেই। ফলে প্যানেল শিক্ষকদের জীবনে নেমে এসেছে দুর্বিসহ যন্ত্রণা ও হতাশার কালোছায়া।
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যে নিয়মে শিক্ষক নিয়োগ দেওয়া হয় ঠিক একই নিয়মে রেজিস্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। তাই জাতীয়করণ এই প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগে কোন বাধ নয়। অতএব মানবিক দিক বিবেচনা করে চাকরিতে প্রবেশের বয়স শেষ হওয়া প্যানেল শিক্ষকদের উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী শিক্ষক নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানাই।
মো. আতিকুর রহমান, ধুনট, বগুড়া