ধূমপানে নিরুত্সাহিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল সংবাদপত্রের মাধ্যমে প্রচারণার যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয় এবং ক্যান্সার প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ। একটি বিজ্ঞাপনে ক্ষত অবস্থায় এক মহিলার যে মুখাবয়বের ছবি ছাপানো হয়েছে তা অত্যন্ত ভয়ঙ্কর। ছবিটি শিশু-কিশোরসহ দুর্বল হূদয়ের পাঠকের মনে ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ছবিটি দেখার পর অসুস্থতাবোধ করাও বিচিত্র নয়। যেহেতু দৈনিক পত্রিকা শিশু-কিশোর ও বৃদ্ধাসহ সকল বয়সের পাঠকই পড়ে, সেহেতু এ ধরনের বীভত্স ছবি ছাপা কতোটা যুক্তিযুক্ত সেটা ভেবে দেখতে সবাইকে অনুরোধ জানাই।
মো.মাজহারুল কাদের
চেয়ারম্যান, ইনডেক্স গ্রুপ অফ কোম্পানিজ,
বাড়ি ৩৪, সড়ক ১২, ব্লক-কে,
বারিধারা দূতাবাস জোন, ঢাকা-১২১২