বন্দরনগনী চট্টগ্রামের জোরারগঞ্জ থানার বারইয়ারহাট জনবহুল একটি স্থান। অথচ এখানে সাবপোষ্ট নেই! এখানে রয়েছে মান্ধাতার আমলের ব্রাঞ্চ পোষ্ট অফিস, যা মহাজনহাট (৪৩২৬) এর অধীনস্থ। মহাজনহাটে বর্তমানে ব্রাঞ্চ অফিসের উপযোগিতাও নেই, অথচ রয়েছে হিঙ্গুলী এবং ধূম ইউনিয়নবাসীর ‘প্রধান’ পোষ্ট (সাব) অফিসটি! তাছাড়া ‘হিঙ্গুলী ডাকঘর’ নামেই পরিচিত। পরিশেষে বারইয়ারহাটে সাবপোষ্ট স্থাপনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ ইব্রাহীম খলীলুল্লাহ
বারইয়ারহাট, মীরসরাই, চট্টগ্রাম, ৪৩২৬