ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলাধীন ভাটি এলাকার অরুয়াইল বাজারে তিনটি ইউনিয়নের ৫০টি গ্রামের মানুষ পণ্য বেচাকেনার জন্য আসে। দুঃখের বিষয়, এই জনবহুল বাজারে একটি মাত্র গণটয়লেট, যেখানে মানুষের লাইন পড়ে। কোনো কোনো সময় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে কারো কারো অবস্থা বেসামাল হয়ে যায়। প্রতিদিন কাকডাকা ভোর থেকে রাত ১০টা-১১টা পর্যন্ত বেচাকেনা হয় এ বাজারে। গণটয়লেটের অপ্রতুলতায় কেউ কেউ নিরুপায় হয়ে পার্শ্ববর্তী তিতাস নদীর তীরে নৌকার চিপাচাপায় প্রাকৃতিক কর্ম সম্পাদন করে। এতে পরিবেশদূষণ হওয়ার পাশাপাশি দূষিত হচ্ছে তিতাস নদীর পানি। এ অবস্থায়, অরুয়াইল উত্তর বাজারে সিএনজি স্ট্যান্ডে একটি গণটয়লেট স্থাপন করা জরুরি। এ ব্যাপারে আশু ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এম. মনসুর আলী
অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া