অপুষ্টিজনিত অন্ধত্ব বাংলাদেশের এক জনস্বাস্থ্য সমস্যা। ভিটামিন ‘এ’ এর অভাবে এ সমস্যা সৃষ্টি হয়। সময়মতো প্রতিরোধ না করলে শিশু ধীরে ধীরে অন্ধ হয়ে যায়। অথচ আমরা একটু সচেতন হলেই অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করতে পারি। ভিটামিন ‘এ’ শুধু অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুকে রক্ষা করে না। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়রিয়ার ব্যপ্তিকাল ও জটিলতা এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন এ-এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দু‘বার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আয়োজন করে থাকে। এরই ধারবাহিকতায় ১০ ডিসেম্বর পালিত হচ্ছে এর দ্বিতীয় রাউন্ড। ওয়ার্ড পর্যায়ে ৮টি ই.পি.আই টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে। এ উপলক্ষে ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল (১ লাখ আই ইউ) ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল (২ লাখ আই ইউ) খাওয়ানো হবে। শিশু বান্ধব এ কর্মসূচি থেকে যাতে একটি শিশুও বাদ না পড়ে সে বিষয়ে আসুন সবাই সচেতন হই।
শ্যামল চৌধুরী
স্বাস্থ্য পরিদর্শক, মোহনগঞ্জ, নেত্রকোনা