সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৭ নেতা-কর্মীসহ ৩৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন, কলারোয়া থানায় ৪ জন, তালায় ৩ জন, কালিগঞ্জে ৩ জন, শ্যামনগরে ৫ জন, আশাশুনিতে ৬ জন, দেবহাটায় ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়। এর মধ্যে সাতক্ষীরা জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ রয়েছেন। শনিবার রাত ৯টার দিকে শহরের রাজার বাগান এলাকা থেকে নাশকতার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে আটক করে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।