রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, জঙ্গি সন্ত্রাসী ও নাশকতাকারীরা দেশ ও জাতির শত্রু। ৭১’ এর পরাজিত শক্তিরাই দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন নামে জঙ্গিবাদী কর্মকাণ্ডসহ সন্ত্রাস নাশকতা চালাচ্ছে। তারা এখন বিএনপি’র আশ্রয়-প্রশ্রয়ে থেকে সাধারণ মানুষের ক্ষতি করছে। জামায়াত-শিবির দেশের স্বাধীনতা চায়নি। তারা দেশের শত্রু ও জাতির শত্রু। তারা এখনো দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা গুলশান ও শোলাকিয়ায় হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে তারা ইসলাম ও মানবতার শত্রু। এসব সন্ত্রাসী তাদের মদদদাতাদের প্রতিরোধ করতে সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে।
গতকাল রবিবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদরে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা বিরোধী এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভুঁইয়া হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান প্রমুখ।