বিজয়নগরে সিএনজি অটোরিকশা ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত অটোরিকশা চালক সুজন মিয়াকে ঢাকায় প্রেরণ করা হয়। আটক ছিনতাইকারীরা হলো উপজেলার দিতপুর গ্রামের জন্টুমিয়া, মাজহারুল ও শ্রিপুর গ্রামের এনায়েত ভূঁইয়া। পুলিশ জানায়, শনিবার রাতে ছিনতাইকারীরা যাত্রীবেশে সুজন মিয়ার সিএনজি ভাড়া নিয়ে চম্পকনগর থেকে চতুরপুর যাওয়ার সময় গানাসামপুর এলাকার ব্রিজের কাছে চালককে জবাই করে সিএনজিটি ছিনতাইয়ের চেষ্টা করে।