ঝিনাইদহে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’-এর বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে ঝিনাইদহ শহরের স্টেডিয়ামপাড়ার সুইমিং পুলে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় এ বাছাই প্রতিযোগিতায় ২০টি গ্রুপে মোট ১০৫ জন সাঁতারু অংশ নেয়। ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় সেখানে নৌবাহিনীর পক্ষে কমান্ডার এসএম মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।