দিরাই (সুনামগঞ্জ) : দিরাই উপজেলায় বিগত দিনের ফসলের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ করলেও হাওর রক্ষা বাঁধ নিয়ে দুশ্চিন্তা কাটছে না কৃষকদের। হাওরপাড়ের কৃষকরা জানান, সময়মতো বাঁধের কাজ শেষ না করায় গত বছর অকাল বন্যায় ফসলের ক্ষতি হয়। প্রাণপণ চেষ্টা করেও অকাল বন্যার হাত থেকে ফসল রক্ষা করা যায়নি। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। নির্ধারিত সময় থেকে দুই মাস পরও হাওরগুলোর ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত ও বাঁধ উঁচুকরণের কাজ অনেক স্থানেই শুরু হয়নি। নিয়ম অনুযায়ী ১৫ ডিসেম্বরের মধ্যে কাজ শুরু এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে তা শেষ করার কথা। কিন্তু ফেব্রুয়ারির ২০ দিন পেরিয়ে গেলেও উপজেলার অনেক বাঁধে কাজই শুরু হয়নি, কোনো কোনো বাঁধে ২০-৩০ শতাংশ কাজ হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা -ইত্তেফাক