g চট্টগ্রাম অফিস
চ্যানেল আরএ’র উদ্যোগে ‘চট্টলা এক্সপ্রেস’ নামে পূর্ণদৈর্ঘ্য একটি চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে চট্টগ্রামে। এতে নায়কের ভূমিকায় অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। চলচ্চিত্রের সম্পূর্ণ চিত্রায়ন হবে চট্টগ্রামে। এতে চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও দর্শনীয় স্থানসমূহ ফুটিয়ে তোলা হবে।
চলচ্চিত্রটির বিভিন্ন দিক তুলে ধরতে গতকাল বুধবার নগরীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এসময় নায়ক ফেরদৌস ছাড়াও চ্যানেল আরএ’র চেয়ারম্যান শেখ খুরশীদ আনোয়ার, ব্যবস্থাপনা পরিচালক শেখ রায়হান আনোয়ার, চলচ্চিত্রের গল্পকার ও চিত্রনাট্য পরিচালক রফিকুল আনোয়ার রাসেল, ফ্যাশন ডিজাইনার শিমুল খালেদ প্রমুখ বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে নায়ক ফেরদৌস বলেন, চট্টগ্রামের একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। আমার অনেকদিনের ইচ্ছা ছিল এখান থেকে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হবে, আর আমি হবো সেই ছবির নায়ক। আমার সেই ইচ্ছা অবশেষে পূরণ হতে চলেছে। নায়ক ফেরদৌস চট্টগ্রামে ফিল্ম ইন্ডাস্ট্রি ও সিনেমা হল নির্মাণে এগিয়ে আসার জন্য শিল্পপতি ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।