উ পন্ডিতা মহাথেরে
বাংলাদেশ রাখাইন মার্মা সংঘ কাউন্সিলের সভাপতি, বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ বাংলাদেশ আঞ্চলিক শাখার সদস্য, কক্সবাজারের টেকনাফ অশোক বৌদ্ধ বিহার ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা বিহারাধ্যক্ষ চট্টগ্রাম রাখাইন সম্প্রদায়ের প্রাণপুরুষ প্রয়াত উ পন্ডিতা মহাথেরের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বিহার প্রাঙ্গণে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, দায়ক-দায়িকাদের পঞ্চমশীল গ্রহণ, ভিক্ষুদের মঙ্গলসুখ কামনা, শোক র্যালি, প্রয়াত ভিক্ষুর জীবন ও কর্মের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।