নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক, গণবাংলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট তায়েবুর রহমান, চারিতালুক দারুল হুদা আলিম মাদ্রাসার সভাপতি আলহাজ হাসান আসকারী, ভোলাব শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ আবুল হোসেন খান, শিক্ষক বাবু গৌরাঙ্গ, হেলাল উদ্দিন, বাদল দাস চৌধুরী, তারাব পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা ইমন হাসান খোকন, যুবলীগ নেতা জাহিদ খন্দকার প্রমুখ। পরে কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে নগদ অর্থ, সনদপত্র, ক্রেস্ট ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।