মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ফোর্ডনগরে ধলেশ্বরী নদী দখল করে পাওয়ার জেনারেশন লিঃ সহ সকল অবৈধ দখলের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও জাতীয় নদী রক্ষা কমিটির ব্যানারে গতকাল শুক্রবার ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সিংগাইর শহীদ রফিক সেতুতে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এলাকার শত শত লোকজন এতে অংশগ্রহণ করে। প্রথমে এতে পুলিশ বাঁধা দিলেও পরবর্তীতে সকাল ১১টার দিকে শান্তিপূর্ণভাবেই এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সহ সভাপতি বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মুকসুদ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন। বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল, জাতীয় নদী রক্ষা কমিটির সদস্য শারমিন আহমেদ, ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক, এ্যাডভোকেট আজহারুল ইসলাম আরজু, যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ চান্দু, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, প্রভাষক জগদীশ চন্দ্র মালো, এ্যাডভোকেট ইতি রানী সাহা প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।
সৈয়দ আবুল মুকসুদ তার বক্তব্যে বলেন, আমাদের বিদ্যুতের যেমন দরকার, তার চেয়ে বেশি দরকার পরিবেশের। পরিবেশকে হত্যা জাতিকে হত্যার নীল নকশার সামিল। অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে নদী কমিশন গঠন করা হয়েছে। আগামীকাল (আজ শনিবার) থেকে যদি নদী দখলের কাজ বন্ধ না করা হয় তাহলে আন্দোলন গড়ে তোলা হবে।