ভোলা প্রতিনিধি
ভোলা সদর উপজেলার উকিল পাড়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে ভোলা-২ আসন থেকে বিএনপি জোটের সাবেক পরাজিত প্রার্থী আশিকুর রহমান শান্তর সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয় ও ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গত বৃহস্পতিবার শান্তর বাসভবন এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইউনুছ জানান, ভোলা সরকারি স্কুল মাঠে জাতীয় উন্নয়ন মেলায় অংশগ্রহণের জন্য নেতা-কর্মীরা আসছিল। এ সময় উকিল পাড়ার শান্ত নীড়ের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা; এমনকি গুলি বর্ষণও করা হয়। তবে শান্ত সাংবাদিকদের জানান, তিনি আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী সমর্থক। তিনি ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা) ১১২টি কেন্দ্রের কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে বেলা ৩টার দিকে নিজের বাসায় সমাবেশ করছিলেন।
এ সময় আওয়ামী লীগের লোকজন তার বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। হামলাকারীরা পুলিশের সামনে গুলি করেছে। ভোলা থানার ওসি মো. ছগির মিঞা জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।