শাহীদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
‘পদ্মার ঢেউ রে...শাওন আসিল ফিরে..’ এই কালজয়ী একক নজরুল সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সঙ্গীত সন্ধ্যায় শ্রোতাদের মুগ্ধ করলেন দেশের খ্যাতনামা নজরুল সঙ্গীত শিল্পী জান্নাত-এ-ফেরদৌসী। জয়পুরহাট আনন্দধারা শিশু-কিশোর বিদ্যায়তনে গত রবিবার আয়োজন করা হয় একক নজরুল সঙ্গীত সন্ধ্যার। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ জয়পুরহাট জেলা শাখা এই সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে। এতে যোগ দেন জেলা প্রশাসক আব্দুর রহিম, পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম, এ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী জিপি, এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপিসহ নজরুল ভক্তরা। ছায়ানটের শিক্ষক ও নজরুল সঙ্গীত শিল্পী জান্নাত-এ-ফেরদৌসী পরিবেশিত অন্যান্য সঙ্গীতগুলোর মধ্যে ছিল ‘মনে পড়ে আজ, সেই পুরাতন চাঁদ, আকাশে হেলান দিয়ে, আমার কোন কূলে আজ ভিড়ল তরী, আমি কূল ছেড়ে চলিলাম ভেসে, সখী সাজায়ে রাখ লো সুপ্ত বাসর, আমার হাতে কালি মুখে কালি, শ্যামা সুন্দর, বুলবুলি নীরব নার্গিস বনে।’