‘সন্ত্রাস রুখে দাও নৃত্যের ছন্দে’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিলেটের বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা সিলেট বিভাগ নিয়ে আয়োজন করে বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠান। গত ২৩ এপ্রিল শুভাযাত্রা ও ২৪ এপ্রিল কাজী নজরুল ইসলাম অডিটরিয়াম রিকাবীবাজার মুক্ত প্রাঙ্গণে নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। মনিপুরী কালচার ফর আর্ট একাডেমি (এমকা) ২৪ এপ্রিল সকালে ও সন্ধ্যা ৭টায় দলীয় নৃত্য পরিবেশন করে। এমকার নৃত্য পরিচালক শান্তনা দেবীর কোরিওগ্রাফিতে ‘এসো শ্যামল সুন্দরো’ মনিপুরী নৃত্যে রূপায়ণ এবং শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যম পরিবেশিত হয়। এমকার পাশাপাশি সিলেটের অন্যান্য নৃত্য সংগঠনসহ হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জের নৃত্য শিল্পীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, যে এমকার শিক্ষার্থী ২০১৪-তে নৃত্যে জাতীয় পুরস্কার পাওয়ায় বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা অনিক ও প্রমাকে পুরস্কৃত করে।