গত ১৮ আগস্ট ছিল প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীনের ৬৬তম জন্মদিন। সেলিম আল দীন পাঠশালার আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম থিয়েটার, বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটার ও ভোর হল-এর সহযোগিতায় স্থানীয় শহীদ টিটু মিলনায়তন মঞ্চে নাট্যকার সেলিম আল দীনের ৬৬তম আবির্ভাব তিথি উপলক্ষে ছিল নানা আয়োজন। প্রথমেই সেলিম আল দীনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সেলিম আল দীনের নাট্য ভাবনা নিয়ে মুক্ত আলোচনা। সবশেষে মঞ্চায়িত হয় বগুড়া থিয়েটারের ৬৩তম পরিবেশনা নাটক ‘দ্রোহ’।
মানুষের অপ্রাপ্তি হতে সৃষ্টি হয় ক্ষোভ, ক্ষোভ হতে দ্রোহ, দ্রোহ হতে বিদ্রোহ, বিদ্রোহ হতে বিপ্লব আর বিপ্লব থেকে সৃষ্টি হয় স্বাধীনতা। বাঙালির চরিত্রের মাঝে লুকিয়ে রয়েছে লড়াইয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস। এ লড়াই কখনও মানুষে-অমানুষে, কখনও প্রকৃতির সাথে মানুষের আবার কখনও আদর্শিক ন্যায়ের সাথে অনাদর্শিক অন্যায়ের। ‘দ্রোহ’ এমনি একটি বর্ণনাত্মক রীতিতে রচিত বহুমুখী লড়াইয়ের কাব্যিক পুরাণ। দ্রোহ নাটকটির আলোক বিন্যাস করেছেন দ্বীন মোহাম্মদ দীনু এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন নজরুল ইসলাম। এছাড়া সঙ্গীত সহকারি ছিলেন অভি ঘোষ, সজল সরকার ও নিবিড়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কনক কুমার পাল অলক, ফারুক হোসেন, জাকিউল ইসলাম সবুজ, পাঁপড়ি ইসলাম, বিধান কৃষ্ণ রায়, জিনিয়া ফারজানা জ্যোতি, রওনক জাহান রাকা, নিশু ইসলাম প্রমুখ।