সারাদেশ বিনোদন ডেস্ক
‘কবিতায় প্রতিবাদ, কবিতায় প্রেম, কবিতায় সংগ্রাম, কবিতায় দেশ’ এই শ্লোগান সামনে রেখে গত ১৮ ডিসেম্বর পাবনা প্রেসক্লাবে দেশের প্রায় দুই শতাধিক কবি-সাহিত্যিকের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো মহীয়সী সাহিত্য পাঠচক্র, পাবনার আয়োজনে ৪র্থ কবিতা উত্সব-২০১৫। সকাল ৯টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি সোহানী হোসেন। অনুষ্ঠানে দেশবরণ্যে কবি ওমর আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। প্রথম পর্বে কবি ও গল্পকার অধ্যক্ষ এনামুল হক টগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা মহিলা কলেজের (অব.) উপাধ্যক্ষ মনোয়ার হোসেন জাহেদী ও গল্পকার কবীর রানা। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন কবি ও গল্পকার আখতার জামান। এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সমীর আহমেদ, ডা. সরওয়ার জাহান, কবি শিবলী মোকতাদির ও ডা. রুমি শাইলা শারমিন। অনুষ্ঠানের ৩য় পর্বে সভাপতিত্ব করেন মহীয়সী সাহিত্য পাঠচক্র, পাবনা সভাপতি রেহানা সুলতানা শিল্পী। এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, শিল্পপতি রুহুল আমিন বিশ্বাস রানা, কবি ও গীতিকার এএএম হাফিজুর রহমান, কবি ও সাংবাদিক অদ্বৈত মারুত ও অধ্যাপক ড. আবদুল মজিদ। অনুষ্ঠান শেষে মহীয়সী সাহিত্য পাঠচক্র’র উদ্যোগে কবি ওমর আলী সাহিত্য পদক-১৪২২ প্রদান করা হয়। পদক প্রাপ্তরা হলেন রবিকুল হাসান বুলবুল, আহম্মেদ লিন্টু, মিলন বনিক, স ম শামসুল আলম, মতিয়ার রহমান। মহীয়সী স্মারক সম্মাননা ১৪২২ পান সাইফুল ইসলাম জুয়েল, দিলরোজ আফসানা, ডা. সাইদুর রহমান প্রমুখ।