মো. তসলিম উদ্দিন
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দার জন্মদিনে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতালো ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পী ও কলাকুশলীরা।
জেলার একমাত্র কমিউনিটি রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরমধ্যে ছিল র্যালি, কেক কাটা, তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণীকার মোড়ক উন্মোচন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান আয়োজন করা হয় চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের আম্রকাননে। সারাদিন নেচে গেয়ে উদযাপন করা হয় রেডিওটির জন্মদিন। অনিয়মিত শিল্পীরাও পরিবেশন করেন সঙ্গীত ও কৌতুক। রেডিওটির প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, সহকারি পুলিশ সুপার ওয়ারেস আলী মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা শাকিলা দিল হাছিন, অধ্যক্ষ সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোনাব আলী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোখলেসুর রহমান আকন্দ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান, পোলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, শ্রোতা আব্দুস সালাম প্রমুখ।
শেষে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীরা উপস্থাপন করেন সাংস্কৃতিক অনুষ্ঠান। তারা পরিবেশন করেন নৃত্য ও কোরিওগ্রাফি। এছাড়া লোকসঙ্গীতের ভেতরে ছিল জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা। মনিরুল ইসলাম, আজিজুর রহমান, রিতা খাতুন, আব্দুল আজিম, আনাম আলী, রমজান আলী, জাহাঙ্গীর আলম, বৃষ্টি আরা, মৌসুমী খাতুন, শিখা রাণী, শরিফুল ইসলামসহ অন্যদের অনবদ্য পরিবেশনায় অনুষ্ঠানস্থলে উপস্থিত বিপুলসংখ্যক দর্শক-শ্রোতা মেতে ওঠেন আনন্দ-উত্সবে।