পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্রো হত্যায় দেশটির দারুল উলুম হাক্কানি নামের একটি শিক্ষাশ্রমের ছাত্ররা জড়িত বলে জানা গেছে। এই শিক্ষাশ্রমটি দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আকোরা খাত্তাক এলাকায় অবস্থিত। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। খবর ডন’র।
গতকাল বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে সন্ত্রাসবিরোধী আদালতে বেনজির হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এসময় এফআইএ পেশোয়ার ইনস্পেক্টর পুলিশ পরিদর্শক নাসির আহমেদ এবং সাব-ইনস্পেক্টর আদনান আদালতকে জানান, বেনজির হত্যায় দারুল উলুম হাক্কানির ছাত্ররা জড়িত। তারা এর স্বপক্ষে প্রমাণও উপস্থাপন করেন। শুনানিতে ওই শিক্ষাশ্রমের পরিচালক (শিক্ষা) ওয়াইসাল আহমেদের স্টেটমেন্টও রেকর্ড করা হয়। স্টেটমেন্টে তিনি স্বীকার করেন যে, সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী আব্দুল্লাহ ওরফে সাদ্দাম নাদির ওরফে কারী ইসমাইল, গ্রেপ্তারকৃত সন্দেহভাজন রাশিদ ওরফে তুরাবি এবং ফয়েজ মোহাম্মদ শিক্ষাশ্রমটি থেকে শিক্ষা গ্রহণ করেছেন। তিনি বলেন, তাদের এই কর্মের সঙ্গে প্রতিষ্ঠানের কোন সম্পর্ক নেই।